শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ১০:২৯:৪৯

‘ওলাঁদ ফ্রান্সে হামলাকারীর চেয়েও বড় অপরাধী’

‘ওলাঁদ ফ্রান্সে হামলাকারীর চেয়েও বড় অপরাধী’

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি ফ্রান্সের নিস শহরের সম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, বিশ্বের যে কোনও স্থানে নিরপরাধ লোকদের হত্যা করা নিন্দনীয়।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, এ ধরনের সন্ত্রাসী হামলা- তা দায়েশই করুক, বা ইহুদিবাদী ইসরাইলই করুক কিংবা বাহরাইনের শাসকগোষ্ঠীই করুক- সব সন্ত্রাসী তৎপরতাই ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিতে নিন্দনীয়।

আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এসব কথা বলেন।

ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রভাবশালী সদস্য আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আইএসআইএল বা দায়েশের সহযোগী ও মদদদাতা সরকারগুলোকে সম্বোধন করে বলেছেন, 'আপনারা ইসলামী রাষ্ট্র-ব্যবস্থাকে (ইরানকে) মোকাবেলার জন্যই দায়েশের জন্ম দিয়েছিলেন, কিন্তু এখন এই জানোয়ারগুলোই আপনাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, যা কিছু ঘটছে তা আপনাদেরই রোপণ করা বীজের অবদান; এখন আপনারাই বিপদে পড়েছেন! কিন্তু আমাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদ সব সময়ই নিকৃষ্ট, ভালো ও খারাপ সন্ত্রাসবাদ বলে কিছু নেই। আপনারা যদি সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ করে দেন তাহলেই ওরা নির্মূল হয়ে যাবে, কিন্তু সমস্যা হল আপনারাই তাদের সহায়তা দিয়ে যাচ্ছেন এবং সন্ত্রাসবাদ বিষয়ে আপনাদের আচরণ দ্বিমুখী।'  

তিনি ফরাসি সরকারকে সম্বোধন করে বলেন, যে সন্ত্রাসী মুনাফিক গোষ্ঠী ইরানে ১৭ হাজার নিরপরাধ মানুষকে শহীদ করেছে সেই গোষ্ঠীকে আপনারা নিজ দেশে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছেন, তাদের জন্য সম্মেলন করছেন ও তাদের আশ্রয় দিচ্ছেন। তাই যতদিন ভালো ও খারাপ সন্ত্রাসী দেখতে থাকবেন ও এই ভুল দৃষ্টিভঙ্গি শুধরাবেন না ততদিন সন্ত্রাসবাদ টিকে থাকবে।

ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত করে বক্তব্য দেয়ায় আয়াতুল্লাহ খাতামি তার নিন্দা জানিয়ে বলেছেন, ওলাঁদ ইসলামী সন্ত্রাসবাদের কথা বলছেন, অথচ ফ্রান্সের নিস শহরে ট্রাকের যে ড্রাইভার নিরপরাধ লোকদের ওপর ট্রাকটি চালিয়ে দিয়ে হত্যাযজ্ঞের যে তৎপরতা চালিয়েছে তার ঘনিষ্ঠ ব্যক্তিরাই বলেছেন, সে ছিল বেনামাজি, মদখোর ও লম্পট প্রকৃতির মানুষ, এ ধরনের ব্যক্তিকে কি মুসলমান বলা যায়?

খাতামি নিস শহরে নিহত ওই ব্যক্তিদের ৮০ শতাংশই যে মুসলমান ছিল তা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, যে ঘটনাটি নিসে ঘটেছে সে জন্য ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা ওই অপরাধের চেয়েও নিকৃষ্ট অপরাধ এবং এ ধরনের অযৌক্তিক কথা বলেই আপনারা সন্ত্রাসবাদ ও দায়েশ (আইএসআইএল) গড়ে তুলেছেন, অথচ দোষ দিচ্ছেন মুসলমানদের, কিন্তু একদিন ফ্রান্সের জনগণই আপনাকে (ওলাঁদকে) লাঞ্ছিত করবেন।

বাহরাইনের শাসকগোষ্ঠী জনগণের সঙ্গে ফেরাউনের মত আচরণ করছে

আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বাহরাইন প্রসঙ্গে বলেছেন, বাহরাইনের বর্তমান শাসকগোষ্ঠী পবিত্র কুরআনের বক্তব্য অনুযায়ী ফিরাউনি রাজত্ব ও বর্তমান যুগের ভাষা অনুযায়ী মানবাধিকার বিরোধী রাজত্ব গড়ে তুলেছে। ব্রিটিশ ও মার্কিন শাসকগোষ্ঠীর মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত বাহরাইনের বর্তমান রাজতান্ত্রিক সরকার জনগণের সঙ্গে সবচেয়ে নিকৃষ্ট আচরণ করছে বলে তিনি মন্তব্য করেছেন।

তিনি বলেন, মানবাধিকার আইন অনুযায়ী কোনও ব্যক্তি অপরাধী হলেও ওই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেয়ার অধিকার কারো নেই, অথচ বাহরাইনের আদদারাআ অঞ্চলে জন্ম-নেয়া ৭৭ বছর বয়স্ক আলেম শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিল করেছে দেশটির রাজতান্ত্রিক সরকার! এটা এক ধরনের মানসিক মৃত্যুদণ্ড! কারণ, তার আর কোনও নাগরিক অধিকারই নেই! বাহরাইনের সরকার দেশটির জনগণকে কোনও মূল্যই দেয় না বলে আয়াতুল্লাহ খাতামি মন্তব্য করেছেন।  আয়াতুল্লাহ খাতামি বাহরাইনের জনপ্রিয় সংগ্রামী আলেম শেইখ ঈসা কাসেমের পক্ষে বক্তব্য রাখতে ইরাক ও ইরানের আলেম সমাজসহ বিশ্বের নেতৃস্থানীয় আলেম সমাজের প্রতি আহ্বান জানান।

বাহরাইনের জনগণ দেশটিতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখলে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে বলে তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেন।-প্যারিস টুডে
২২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে