শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ১১:৫৯:০৭

জার্মানির মিউনিখে শপিং সেন্টারে হামলা, নিহত অন্তত ১৫

জার্মানির মিউনিখে শপিং সেন্টারে হামলা, নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মিউনিখ শহরে একটি শপিং সেন্টারে হামলার ঘটনা ঘটেছে।  সন্ত্রাসীদের গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।


স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।  

তাৎক্ষণিকভাবে হতাহত ও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।  তবে স্থানীয় সংবাদমাধ্যমে একাধিক মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে।

অনির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে।

শপিং সেন্টারে কাজ করা এক নারী লিন স্টেইন সিএনএনকে জানান, এখনও বন্দুকধারী শপিং মলের ভেতরে রয়েছে।  আমি অনেকগুলো গুলির শব্দ শুনেছি।  আমি কিছু একটা কিনতে বাইরে এসেছিলাম।  আমার সহকর্মী ভেতরে রয়েছে।

লিন জানান, মানুষ ছোটাছুটি শুরু করে।  আমিও বাইরে চলে আসি। অনেক মানুষ দৌড়ে বাইরে আসছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম জুডয়শ জাইতুং এর খবরে বলা হয়েছে, অনেক মানুষ ভেতরে আটকা পড়েছেন। বের হতে পারছেন না।  পুলিশ পাতাল রেল চলাচল বন্ধ করে  দিয়েছে।

নিজের পরিচয় গোপন রেখে শপিং সেন্টারে আটকে পড়া এক কর্মচারী ফোনে রয়টার্সকে জানিয়েছেন, স্রোতের মতো দোকানে মানুষ ঢুকে পড়ে।  আমি এক ব্যক্তিকে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি বেশ আহত অবস্থায়।  নিশ্চিতভাবে ওই ব্যক্তি মারা যাবেন।  

তিনি বলেন, এর বেশি কোনও তথ্য আমাদের কাছে নেই। আমরা স্টোররুমে লুকিয়ে আছি। এখনও পুলিশ আমাদের কাছাকাছি আসতে পারেনি।

ধারণা করা হচ্ছে, হামলাকারী শপিং সেন্টার থেকে পালিয়ে নিকটবর্তী পাতাল রেলস্টেশনে আশ্রয় নিয়েছে।

সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।  এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো।  কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল প্রথম জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা।

১৯৭২ সালে অলিম্পিক গেমসের সময় দুতলা বিশিষ্টি দ্য অলিম্পিয়া শপিং সেন্টারটি নির্মিত হয়। ওই সময় মিউনিখে এক সন্ত্রাসী হামলায় ১১ ইসরায়েলি ও ১ জার্মান পুলিশ ফিলিস্তিনি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন।

এদিকে ঘটনাস্থলের ওপর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে এবং দোকানের কর্মচারীদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে।
সূত্র : সিএনএন, দ্য গার্ডিয়ান, এবিসি নিউজ
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে