শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০১:২৬:২৮

‘আমরা স্টোর রুমে লুকিয়ে আছি’

‘আমরা স্টোর রুমে লুকিয়ে আছি’

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মিউনিখের শপিং মলে লুকিয়ে থাকা দোকানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীচারী বলেছেন, গুলির পর আমরা স্টোর রুমে লুকিয়ে আছি।’

শহরের অলিম্পিক স্টেডিয়ামের পাশের ওই শপিং মলে অস্ত্রধারীদের গুলিবর্ষণের ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবার বার্তা সংস্থা রয়র্টাসের দাবী নিহত ১৫ জন। গুলিবর্ষণের পরই পুলিশ বিপণি বিতানে অভিযান চালাচ্ছে।

সেখানে গোলাগুলি চলছে জানিয়ে ওই বিপণিবিতানের এক কর্মী রয়টার্সকে বলেছেন, 'ওই এলাকায় তাদের অনেক সহকর্মী এখনও লুকিয়ে আছেন। অনেক গুলি হয়েছে। কতোগুলো গুলি হয়েছে তা আমি বলতে পারছি না, তবে এ সংখ্যা বহু।'

নাম প্রকাশ না করা শর্তে ওই বিপণিবিতান থেকে তিনি বলেন, 'বাইরে থেকে সবাই দৌঁড়ে স্টোরের ভিতরে আসে এবং আমি শুধু একজনকে নিচে পড়ে থাকতে দেখেছি, যিনি এত মারাত্মক আহত যে, তিনি বেঁচে নেই বলে আমার বিশ্বাস। আমাদের কাছে আর কোনো তথ্য নেই। আমরা জিনিসপত্র সংরক্ষণের কক্ষগুলোর পিছনে আছি। এখনও কোনো পুলিশ আমাদের দিকে আসেনি।'

উল্লেখ্য, জার্মানির মিউনিখ শহরে একটি শপিং সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।  

তাৎক্ষণিকভাবে হতাহত ও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।  তবে স্থানীয় সংবাদমাধ্যমে একাধিক মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে।

২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে