শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৩:০১:০৭

গোটা কাশ্মীর পাকিস্তানের হবে, সেদিনের অপেক্ষায় আছি : নওয়াজ শরিফ

গোটা কাশ্মীর পাকিস্তানের হবে, সেদিনের অপেক্ষায় আছি : নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের তৎপরতা যেন একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। কাশ্মীরে সংঘর্ষ ও “সেনা বর্বরতার” (নওয়াজ শরিফ মন্তব্য করেছিলেন) প্রতিবাদে কালা দিবসও পালন করেছে পাকিস্তান।

আর এবার আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার মনের সুপ্ত এক বাসনার কথা প্রকাশ্যে আনলেন। তিনি বলেন, ‘গোটা কাশ্মীর পাকিস্তানের অংশ হবে, সেদিনের অপেক্ষায় আছি আমরা।’

পাকিস্তানের মুজ়ফরাবাদে এক প্রকাশ্য সভায় একথা বলেন শরিফ। কাশ্মীরে যারা আন্দোলন করছেন তাদের কথা না ভুলতে জনতাকে আবেদন জানান তিনি।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পরবর্তী সরকার গড়তে চলেছে নওয়াজ শরিফের দল। যে এলাকাটি জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে বারবার ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। দিল্লির তরফে বারংবার অভিযোগ করা হয়েছে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের মদত দিচ্ছে ইসলামাবাদ।    

এদিকে, এর আগে কাশ্মীর ইস্যুতে একটি বৈঠক করেন নওয়াজ় শরিফ। হাজির ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ। বৈঠক থেকে কাশ্মীরে ভারতীয় সেনা তৎপরতার নিন্দা করা হয়। কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান গণভোট বলে দাবি করা হয় একটি সরকারি বিবৃতিতে।

এদিকে, বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তপ্ত পাকিস্তান। ৪৫ জনের মৃত্যু হয়েছে সংঘর্ষে।  

২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে