শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৪:০৬:৫৮

হঠাৎ মোদির প্রশংসায় পঞ্চমুখ জাকির নায়েক

হঠাৎ মোদির প্রশংসায় পঞ্চমুখ জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদি একমাত্র ভারতের প্রধানমন্ত্রী যিনি শেষ দুই বছরে বহু ইসলাম প্রধান দেশে গিয়েছেন। এই প্রক্রিয়াতেই ভারতের সঙ্গে বিশ্বের ইসলামিক দেশগুলির সম্পর্ক আরও মজবুত হবে। ঠিক এইভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন ইসলামিক বক্তা ডাঃ জাকির নায়েক।

এই মুহূর্তে সৌদি আরবের জেদ্দা শহরে রয়েছেন বিতর্কিত এই ধর্ম প্রচারক। সেখান থেকেই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে এই কথা বলেছেন ডাঃ জাকির নায়েক। বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় জঙ্গি হামলার সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক।

জাকির নায়েক বলেছেন, ‘নরেন্দ্র মোদী যেভাবে ইসলাম প্রধান দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করে চলেছে এর ফলে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যেও সম্পর্ক সুদৃঢ় হবে। এই পদ্ধতিতে ভারতের জাতীয় সংহতি রক্ষিত হলে আমি সবসময় নরেন্দ্র মোদির পাশে থাকবো।’

একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলিও মোদিকে সাদরে গ্রহণ করেছে। সৌদি আরবের রাজা মোদিকে সর্বোচ্চ নাগরিকের সম্মান দিয়েছেন। জাকির নায়েকের মতে, “হিন্দু ধর্ম বিশ্বের একটি প্রধান ধর্ম এবং ভারতে বহু মুসলিম বসবাস করেন। এমতাবস্থায় ভারতের প্রধানমন্ত্রী মুসলিম প্রধান রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আখেড়ে ভারতই লাভবান হবে।”

এভাবে চলতে থাকলে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন পাবে বলেও মন্তব্য করেছেন ডাঃ জাকির নায়েক।

২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে