শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৪:৩০:২৩

‘মিউনিখে গুলিবর্ষণকারীরা পালিয়ে বেড়াচ্ছে, ওরা বিপজ্জনক’

‘মিউনিখে গুলিবর্ষণকারীরা পালিয়ে বেড়াচ্ছে, ওরা বিপজ্জনক’

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং মলে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় হতাহতের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির পুলিশ।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলার পর তিন বন্দুকধারী পালিয়ে গেছে। পুলিশ তাদের খোঁজে থাকায় শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমরা মিউনিখের বাসিন্দাদের বলছি, গুলিবর্ষণকারীরা পালিয়ে বেড়াচ্ছে, যারা বিপজ্জনক। আমরা লোকজনকে ঘরের মধ্যে থাকার আহ্বান জানাচ্ছি।

পুলিশ সূত্রের খবর, হামলায় আটজন নিহত হয়েছেন এবং অজ্ঞাত সংখ্যক মানুষ আহত হয়েছেন। তারা এটাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখছেন। নবম একটি মৃতদেহও পাওয়া গেছে এবং সেটি কোনো হামলাকারীর কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

হামলার খবর জানাজানি হওয়ার পর আইএস সমর্থকরা উল্লাস প্রকাশ করে “আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের ইসলামিক স্টেটের লোকদের সমৃদ্ধি দাও,” টুইট করেছে। আরেক টুইটে বলা হয়, “ইসলামিক স্টেট ইউরোপে বিস্তৃত হচ্ছে।”

এদিকে, হামলার পার যখন আতঙ্কে পুরো মিউনিখের নগরবাসী, তখন তারাই শহরে আটকে পড়া মানুষদের আমন্ত্রণ জানাচ্ছেন নিজের বাড়িতে থাকার৷ এ যেন মানবতার অনন্য এক দৃষ্টান্ত৷

হামলার ঘটনার পর মিউনিখে ট্রেন, বাস সার্ভিস বন্ধ করে দেয়ার পর শহরে আটকে পড়েছেন বহু মানুষ৷ আর তাদের জন্য টুইটারে ‘#offenetuer #opendoor' হ্যাশট্যাগ চালু করেছেন মিউনিখবাসী৷ নির্দ্বিধায় নিজেদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তারা৷

২৩ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে