শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৪:১৬:৪৪

তুরস্কের প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ২৮৩ সদস্য গ্রেফতার

তুরস্কের প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ২৮৩ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কর্তৃপক্ষ দেশটির প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ২৮৩ সদস্যকে গ্রেফতার করেছে। গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গার্ড বাহিনীর এ সব সদস্যকে গ্রেফতার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র বলেছে, গ্রেফতারকৃতরা রাজধানী আঙ্কারার তুর্কি প্রেসিডেন্ট প্রাসাদে মোতায়েন গার্ড বাহিনীর সদস্য। পুলিশি তদন্তের পর আটক ব্যক্তিদের আঙ্কারার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, তুর্কি সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, সরকার ১০ হাজার ৮৫৬ পাসপোর্ট বাতিল করেছে। এ সব পাসপোর্টধারী ব্যক্তি আটক অথবা পলাতক রয়েছে।
২৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে