শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৫:২৫:০০

সাধারণ মানুষের কাছে মিউনিখ হামলার ভিডিও, ছবি চেয়েছে পুলিশ

সাধারণ মানুষের কাছে মিউনিখ হামলার ভিডিও, ছবি চেয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : মিউনিখের শুক্রবারের হামলার যদি কোন ভিডিও, ছবি বা অডিও কেউ ধারণ করে থাকে সেগুলো পুলিশের কাছে জমা দিতে বলেছে কর্তৃপক্ষ।

হামলাকারী ইরানিয়ান বংশোদ্ভুত জার্মান নাগরিকের কি উদ্দেশ্য ছিল সেটা পুলিশ এখনো তথ্য উদ্ধার করতে পারেনি। তদন্তের ব্যাপারে সর্বশেষ খবর জানাতে স্থানীয় সময় শনিবার দিনের আরো পরের দিকে পুলিশের জানানোর কথা রয়েছে।

পুলিশ বলছে ঐ হামলায় যে ১৬ জন আহত হয় তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। শুক্রবারে শপিং মলে হামলায় নয়জন নিহত হন।

এদিকে খবর পাওয়া যাচ্ছে এই হামলাকারীর বাড়িতে তল্লাসি চালিয়েছে বিশেষ বাহিনী।

মিউনিখের কর্তৃপক্ষ বলছে, জনজীবন সেখানে স্বাভাবিক হয়ে আসছে। আজ অলিম্পিয়া শপিং মলের বাইরে ফুল ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এই গোলাগুলির ঘটনা শুরুর পর প্রথমে পুলিশ ধারণা করেছিল যে একাধিক হামলাকারী রয়েছে।

তাই তাদের সন্ধানে বড় ধরণের অভিযানও শুরু করা হয়, যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

তবে হামলাকারী একজন বলে নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের অভিযান বন্ধ করে।-বিবিসি
২৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে