শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ০৯:২৭:২৪

শান্তিপূর্ণ সেই মিছিলে বোরখা পরে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৬১

শান্তিপূর্ণ সেই মিছিলে বোরখা পরে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৬১

আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ একটি শান্তিপূর্ণ মিছিলে কয়েক হাজার মানুষ জামায়েত হয়েছিল। হঠাৎই পর পর দু'টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলায় নিহত হয় অন্তত ৬১ জন এবং আহত প্রায় ২০০ জনেরও বেশি৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসন।

আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “শান্তিপূর্ণ মিছিল করে প্রতিবাদ জানানো আফগানিস্তানের মানুষের অধিকার৷ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সরকার সবরকম পদক্ষেপ করবে৷” ‘আমাক’ সংবাদ সংস্থার খবর, বিস্ফোরণের পরেই ঘটনার দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন।

পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভকারীদের ভিড়ে মিশে গিয়েছিল তিন মানববোমা। বিক্ষোভকারীরা যখন দেহ্‌মাজাং সার্কেলে পৌঁছন, তখনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তিন মানববোমা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের এক জন বোরখা পরে এসেছিল। বিক্ষোভকারীদের মধ্যে থেকে দাঁড়িয়ে উঠে সে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এর পর ফাটে আরো দু’টি মানববোমা। ভয়াবহ বিস্ফোরণে ছিটকে, ছড়িয়ে পড়ে দেহগুলি। পরে ফেসবুকে সেই সব ভয়াবহ ছবি পোস্টও করা হয়।

কাবুলে তাদের বসতিগুলি উচ্ছেদ করে গত কয়েক মাস ধরেই বিদ্যুতের লাইন বসাচ্ছে আফগান সরকার। তারই প্রতিবাদে এ দিন সমাবেশ ছিল বিক্ষোভকারীদের। এই নিয়ে গত তিন মাসে হাজারা সম্প্রদায় দ্বিতীয় বার সমাবেশ করল কাবুলে।

কাবুল স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, কয়েক বিলিয়ন ডলারের একটি প্রস্তাবিত পাওয়ার ট্রান্সমিশন লাইনের রুট পরিবর্তনের দাবিতে আজ বিক্ষোভ দেখাচ্ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা৷ তখনই জোড়া বিস্ফোরণ ঘটায় বুরখা পরিহিত এক আইএস জঙ্গি৷

প্রসঙ্গত যে, গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে জার্মানির মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
২৩ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে