শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ১০:০০:০৬

সম্মান রক্ষার্থে প্রেমিক-প্রেমিকাকে হত্যা!

সম্মান রক্ষার্থে প্রেমিক-প্রেমিকাকে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : পারিবারিক সম্মান রক্ষার্থে  এবার জীবন দিতে হলো ভারতের এক প্রেমিক জুটিকে।  

মধ্যযুগীয় এ নিয়ম মধ্যপ্রাচ্যে ভয়ানকভাবে চালু থাকলেও ভারতেও মাঝে মধ্যে এমন ঘটনার খবর পাওয়া যায়।

এবারের ঘটনা উত্তরপ্রদেশের মুজাফফরনগরে।  দুই কিশোর-কিশোরী বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ায় তা মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার৷

তাই পারিবারিক সম্মান’ বাঁচাতে বোন এবং তার স্বামীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুই ভাই৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা তাদের বোন ও তার স্বামীকে একসঙ্গে দেখতে পেয়ে রাগ সামলাতে পারেননি।  

পারিবারের সম্মানের কথা ভেবেই তারা ওই কিশোর ও তাদের বোনকে নির্মমভাবে হত্যা করা করে৷

এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী অবগত হওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে