আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যতই কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখুক না কেন তা কখনই সফল হবে না। শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সেইসঙ্গে কাশ্মীরে নিহত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে জম্মু-কাশ্মীরের অশান্তির ঘটনায় পাকিস্তানকেই কাঠগড়ায় তুলেছেন সুষমা স্বরাজ। শুধু তাই নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বুরহানকে শহীদের তকমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সুষমা। তার দাবি, “পাকিস্তানের কাশ্মীরের স্বপ্ন খুবই মারাত্মক এবং অলীক।”
অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই কাশ্মীর নিয়ে নওয়াজ শরিফ বলেছিলেন, ‘কাশ্মীর কবে পাকিস্তানের অংশ হবে, তারই অপেক্ষায় রয়েছি।’ এক জনসভায় তিনি হুঙ্কার দিয়ে জানান, কাশ্মীরের ‘আজাদির লড়াই’ থামানো যাবে না, আর তা সফল হবেই।
নওয়াজ শরিফের ওই বক্তব্য উড়িয়ে দিয়ে ভারত জানিয়ে দেয়, কাশ্মীর ভারতের অংশ। কোনও ভাবেই সেখানে অন্য কোনও দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
২৪ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস