আন্তর্জাতিক ডেস্ক: আইএসের সঙ্গে হাত মিলিয়ে হামলার চক্রান্ত করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করল মার্কিন পুলিশ। ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃত তিন সন্দেহভাজনই পাম বিচ কাউন্টির বাসিন্দা বলে জানা গিয়েছে।
ফেডেরাল কোর্টে দাখিল করা পিটিশনে বলা হয়েছে, আইএসকে অস্ত্রশস্ত্র ও অর্থ সাহায্য দেওয়ার চেষ্টা চালাচ্ছিল এই তিন সন্দেহভাজন। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী, গত বছর এই তিন ধৃত প্রতিদিন একসঙ্গে মিলিত হত।
সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দেওয়াই ছিল তাদের লক্ষ্য। আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে জঙ্গিহানার ঘটনাকে স্বাগত জানিয়েছিল তারা৷ আইএসের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল তারা৷ তাদের আশেপাশে থাকা মার্কিন পুলিশ অফিসারদের উপর হামলার ছকও কষেছিল ওই তিন সন্দেহভাজন৷ তাদের নজরে ছিল হোয়াইট হাউসও।-কলকাতা
২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ