রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ১১:৫০:৫১

অভ্যুত্থান ষড়যন্ত্রে এরদোগানের ২৮৩ দেহরক্ষী গ্রেপ্তার

অভ্যুত্থান ষড়যন্ত্রে এরদোগানের ২৮৩ দেহরক্ষী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টার সাথে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রায় ৩০০ দেহরক্ষী  জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে অন্তত ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিএনএন-টার্ক জানিয়েছে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, এসব দেহরক্ষী রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে মোতায়েন বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। এই বাহিনীর সদস্য সংখ্যা অন্তত ২,৫০০।

অভ্যুত্থানচেষ্টার সাথে কোনো না কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়ার পর অন্তত ৫০ হাজার লোককে আটক কিংবা বরখাস্ত করা হয়েছে।

অভ্যুত্থানচেষ্টার সময় এরদোগান ছিলেন কৃষ্ণসাগরীয় অবকাশযাপন কেন্দ্রে। খবর পেয়ে তিনি ইস্তাম্বুল ফিরে আসেন। এরদোগানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি অল্পের জন্য রক্ষা পান।
২৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে