আন্তর্জাতিক ডেস্ক : চীন বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করেছে। চীনের স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, ত্রাণ তৎপরতা এবং জঙ্গলের আগুন নেভানোর কাছে এ বিমানকে ব্যবহার করা হবে বলেই জানানো হয়।
চীনে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না বা (এভিআইসি) গতকাল বিমানটি উন্মোচন করেছে। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া জানিয়েছে, দেশটির গুয়াংডং প্রদেশের ঝাওহাই নগরী এজি ৬০০ নামের এ বিমান উন্মোচন করা হয়। খবর প্যারিস টুডে।
এজি ৬০০ বিমান আকারে প্রায় বোয়িং ৭৩৭'এর সমান এবং এটি সর্বোচ্চ সাড়ে হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
পানি থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যে সব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি ৬০০ই সবচেয়ে বড়। এ বিমান নির্মাণকে চীনা বিমান শিল্পের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরেন।
সাগর সম্পদ অনুসন্ধান, পরিবেশ সংক্রান্ত নজরদারি এবং পরিবহনের ক্ষেত্রে এ বিমান ব্যবহার করা যবে বলে শিনহুয়া জানিয়েছে।
২৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই