আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ১৫ জুলাইয়ের সেনা অভ্যুত্থান চেষ্টার সময় প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান যে হোটেলে ছিলেন, তার মালিক তাকে গ্রিসে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। দ্রুত ইস্তাম্বুল যাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি-না সে কথা বলেছিলেন তিনি।
অভ্যুত্থানের সময় এরদোগান মারমারিস নগরীর একটি হোটেলে অবস্থান করছিলেন। তার সাথে তার স্ত্রী, মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিরাও ছিলেন।
হোটেলের মালিক সেরকান ইয়াজিকি পরে ওই সময়ের ঘটনা মিডিয়াকে জানান।
তিনি বলেন, অভ্যুত্থানকারীরা হোটেলে তার কক্ষে ঢোকার মাত্র ১৫ মিনিট আগে প্রেসিডেন্ট এরদোগান সেখান থেকে চলে গিয়েছিলেন।
সেরকান ইয়াজিকি বলেন, আমি প্রেসিডেন্টকে গ্রিসের কোনো দ্বীপে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি তাতে কষ্ট পেয়েছিলেন।
তিনি বলতে থাকেন, গ্রিক দ্বীপে গিয়ে আমি কী করব' বরং কীভাবে ইস্তাম্বুল যাওয়া যায় সে ব্যবস্থা করতে হবে।
হোটেল মালিক জানান, ওইদিন হেলিকপ্টার থেকে প্রায় ৩০ জন ষড়যন্ত্রকারী নেমেছিল। কিন্তু ততক্ষণে এরদোগান ইস্তাম্বুলে চলে যান।
তার সাহসিকতায় অভ্যুত্থানকারীদের মনোবল ভেঙে গিয়েছিল বলে জানান তিনি। সূত্র : ডেইলি সাবাহ
২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম