রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০৬:৫৮:১০

হিজাব পরায় কেউ চাকরি দিচ্ছে না, যুবতির অভিযোগ!

হিজাব পরায় কেউ চাকরি দিচ্ছে না, যুবতির অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব খুলতে চাননি, তাই তাকে চাকরি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন নিউজ়িল্যান্ডে বসবাসকারী এক মুসলিম যুবতি। তার নাম মোনা আলফাদি। তিনি মূলত কুয়েতের বাসিন্দা।

অকল্যান্ডের স্টেওয়ার্ড ডাওসনসে বসবাসকারী ওই যুবতি কয়েকদিন আগে একটি গয়নার দোকানে সেলস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদন করেছিলেন। ইন্টারভিউ দিতে যান তিনি। কিন্তু যুবতির অভিযোগ, সেখানে তাকে বলা হয়, 'যদি হিজাব না খোলেন, তাহলে শুধু শুধু আপনি সময় নষ্ট করছেন।' প্রত্যাখ্যাত হয়ে আর সেখানে দাঁড়াননি তিনি।

সুস্থভাবে, শান্তিতে বাঁচার জন্য ২০০৮ সালে কুয়েত থেকে পরিবার সহ নিউজিল্যান্ডে চলে আসেন মোনা আলফাদি। ভেবেছিলেন, কোনোরকমে একটা কাজ জুটিয়ে নেবেন। কিন্তু চাকরি জোটাতে গিয়ে এই ধরনের বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হচ্ছে বলে হতাশাপ্রকাশ করেছেন তিনি।

যদিও এই প্রথমবার নয়। গত অক্টোবর মাসে হিজাবের জন্য তাকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন ফাতিমা মোহাম্মদি নামের এক মহিলা।
২৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে