রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০৮:২২:৪৮

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী থাকবেন কি-না- এ ইস্যুতে আস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

 ২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) নেতা খাগড়া প্রসাদ (কেপি) শর্মা অলি।
 
এর আগে রোববার সকালে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ও মাধেসি জনঅধিকার ফোরাম নেপাল (ডেমোক্রেটিক) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেয়।  উভয় দল জানায়, ভোটে তারা বিরোধীদের সঙ্গে থাকবে।
 
ক্ষমতাসীন জোট ছাড়ার দলীয় সিদ্ধান্ত উল্লেখ করে আরপিপির জ্যেষ্ঠ নেতা কিরণ গিরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রধানমন্ত্রী ও তার দলের দাম্ভিকতার কারণে এ ছাড়া আর কোনো বিকল্প ছিল না।
 
২০১৫ সালে নেপালের ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী অলি।  তবে ভূমিকম্প পরবর্তী নেপালে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার ব্যর্থতা দেশটিতে তীব্র বিতর্কের জন্ম দেয়।  

সংবিধান সংশোধনকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ নেপালি নিহত হয়।

দেশটির জনগণের একাংশের দাবি, নতুন সংবিধানে তাদের রাজনৈতিকভাবে প্রান্তিক সীমায় নিয়ে যাওয়া হয়েছে।  অবশ্য নতুন সংবিধান গৃহীত হওয়ার পর কয়েক দশক ধরে অস্থিতিশীল নেপালে স্থিতিশীলতা ফিরে এসেছিল।

বিক্ষোভাকারীদের সঙ্গে সরকারের আলোচনা ব্যর্থ হওয়ায় ঝামেলা আরো বাড়তে থাকে।  

২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে