রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ১০:২৮:০৯

মুলায়ম সিংয়ের ঘুম হারাম করে দেব : আসাদউদ্দিন ওয়াইসি

মুলায়ম সিংয়ের ঘুম হারাম করে দেব : আসাদউদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকে চ্যালেঞ্জ জানালেন ‘মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, তিনি এক বেসরকারি টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে বলেছেন, ‘মুলায়ম সিং যাদব আমাকে ভয় পায়। আমি তার ঘুম হারাম করে দিয়েছি।’

ওয়াইসি বলেন, ‘উত্তর প্রদেশে সমস্ত দলের সভা-সমাবেশ হয়ে আসছে। কিন্তু মুলায়ম সিং যাদব আমাকে সমাবেশ করতে দিচ্ছেন না।’ উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে তিনি বিজেপি এবং ক্ষমতাসীন সমাজবাদী পার্টিকে পরাজিত করার জন্য কাজ করবেন বলে জানান।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘সমস্ত রাজনৈতিক দল মুসলিমদের শোষণ করেছে।’ তার মতে বিজেপি হোক বা সমাজবাদী পার্টি কিংবা কংগ্রেস সব দলই মুসলিমদের শোষণ করেছে এবং ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করেছে। সাধারণ মানুষ সমাজবাদী পার্টির জন্য ভোগান্তিতে পড়েছে। তিনি বলেন, ‘দিল্লির (বিজেপি) সরকারও কিছুই করেনি। ‘আচ্ছে দিন’(সুদিন)-এর প্রতিশ্রুতি কোথায় গেল? বাস্তবে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’

জাতীয়তাবাদ এবং সেক্যুলারিজম প্রসঙ্গে ওয়াইসি বলেন, ‘বিজেপি সভাপতি অমিত শাহের কাছ থেকে জাতীয়তাবাদ এবং সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের কাছ থেকে সেক্যুলারিজমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই।’

অমিত শাহের সঙ্গে তার মিটিংয়ের প্রশ্নে ওয়াইসি বলেন, আমি এবং অমিত শাহ সাগরের দুই কিনারা, যা কোনো দিনই একত্রিত হতে পারে না।

উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের নির্বাচনি কেন্দ্র হল আজমগড়। মুলায়মের ছেলে অখিলেশ যাদব এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত এপ্রিলে তাকে আজমগড়ে ঢুকতে না দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সেসময় ওয়াইসি বলেছিলেন, ‘সমাজবাদী পার্টি আমাকে জনসভা করতে এবং আজমগড়ে যেতে বাধা দিচ্ছে। এতেই প্রমাণ হয়েছে সমাজবাদী পার্টি ভয় পেয়েছে। মনে রাখবেন অখিলেশ যাদব সরকার চিরকাল থাকবে না। আমি আবার এখানে আসব।’

প্রসঙ্গত, কয়েকদিন আগে গুজরাটে বিজেপি’র সাবেক বিধায়ক তথা হাইকোর্টের সিনিয়র আইনজীবী যতিন ওঝা দাবি করেন আমিত শাহ এবং আসাদউদ্দিন ওয়াইসির মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে। বিহারে নির্বাচনের সময় অমিত শাহ এবং ওয়াইসি আঁতাত করে মুসলিম ভোট মেরুকরণের চেষ্টা চালিয়েছিলেন। তার দাবি, ২০১৫ সালের সেপ্টেম্বরে গভীর রাতে ওই দুই নেতার মধ্যে গোপন বৈঠক হয়।

গুজরাটে বিজেপির মিডিয়া সেলের দায়িত্বশীল হর্ষদ প্যাটেল অবশ্য সাবেক বিধায়ক যতিন ওঝার ওই দাবিকে নাকচ করে দিয়ে একে মিডিয়াতে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা বলে মন্তব্য করেন।-প্যারিস টুডে
২৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে