আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহের গোড়ার দিকে ডাঃ জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পিআরও আরশিদ কুরেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সূত্র থেকে শনিবার রিজওয়ান খান নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
মহারাষ্ট্রের কল্যাণ থেকে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি এবং আরশিদ দেশের বহু অমুসলিম ব্যক্তিকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছে। শনিবার রিজওয়ান খানকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে দেশ জুড়ে হিন্দু এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রায় ৮০০ জনকে ইসলামে ধর্মান্তরিত করেছে।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, রিজওয়ান জেরায় জানিয়েছ যে তার একটি ম্যারেজ ব্যুরো আছে। সে বলপূর্বক কাউকে ধর্মান্তরিত করেনি। যদিও পুলিশের দাবি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ছাতার তলায় আরও দু’টি সংস্থা ধর্মান্তরকরণের কাজ চালায়। এবং তাদের ব্যাপ্তি খুব বিশাল।
প্রধানত গরীব কলেজ শিক্ষার্থী এবং জেলের কয়েদীরা ছিল এদের প্রধান টার্গেট। কয়েদীদের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই ধর্মান্তরকরণের কাজ চলতো বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি প্রেমের ফাঁদে ও পড়া শোনার খরচ দেওয়ার প্রতিশ্রতি দিয়ে শিক্ষার্থীদের ধর্মান্তরকরণের কাজ চলতো। তবে এইসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছে জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন।
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস