নিউজ ডেস্ক : এবার জার্মানিতে চাপাতি দিয়ে কুপিয়ে এক নারীকে হত্যা করেছেন এক সিরীয় শরণার্থী। ওই হামলায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চীয় এয়াইলিঙান শহরের কেন্দ্রীয় বাসস্টেশনের একটি দোকানে এ হামলার ঘটনা ঘটে।
২১ বছর বয়সী ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ওই নারীর সঙ্গে যুবকের ‘বিরোধ’ ছিল। এর জেরে গতকাল বিকেলে বাসস্টেশনে একটি দোকানে ওই নারীকে কুপিয়ে হত্যা করেন। সিরীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাই হামলা চালিয়েছিলেন। শহরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস