সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৯:১৯:৩৭

এবার জার্মানির এক সঙ্গীত উৎসবে বিস্ফোরণ

এবার জার্মানির এক সঙ্গীত উৎসবে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর আনজবাকের এক পানশালায় বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১২জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আশ্রয় পেতে ব্যর্থ এক সিরিয় অভিবাসী এ হামলা চালিয়েছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে একটি জনপ্রিয় সঙ্গীত উৎসব স্থলের প্রবেশদ্বারের কাছেই একটি পানশালায়।

ব্যাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২৭ বছর বয়সী ঐ ব্যক্তিকে সঙ্গীত উৎসবে প্রবেশ করতে দেয়া হয়নি, এরপরই সে ঐ বিস্ফোরণ ঘটায়।

শহরের মেয়র বলেছেন বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। উৎসবস্থল থেকে প্রায় আড়াই হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি তৃতীয় হামলার ঘটনা।

পুলিশ হামলাস্থলের চারপাশ অবরুদ্ধ করে দিয়েছে। বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।

আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল সিফনার বলেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

গত এক সপ্তাহের মধ্যে জার্মানির বেভারিয়া রাজ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। মিউনিখে গুলিতে নয়জন নিহত হয়। এর আগে ট্রেনে কুঠার নিয়ে হামলায় বেশ কয়েকজন আহত হয়।
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে