সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ১০:১১:০২

খুনের পিছনে প্রেমঘটিত যোগসূত্রেরও ইঙ্গিত মিলছে!

খুনের পিছনে প্রেমঘটিত যোগসূত্রেরও ইঙ্গিত মিলছে!

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার বালিগঞ্জে কিশোর খুনের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন৷ রবিবার, সাংবাদিকদের মুখোমুখি হন নিহত কিশোর আবেশের মা৷ তার বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনা প্রমাণ করার চেষ্টা হলেও এ ঘটনা পরিকল্পিত ঠাণ্ডা মাথার খুন৷ জন্মদিনের পার্টিতে উপস্থিত প্রত্যেককে জেরা করলেই সঠিক তথ্য উঠে আসবে বলেও দাবি করেন তিনি৷

বালিগঞ্জের হাই প্রোফাইল পরিবারের এই খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে৷ রবিবার নিহত আবেশের মা রিমঝিম দাশগুপ্তর কথায়, এই খুনের পিছনে প্রেমঘটিত যোগসূত্রেরও ইঙ্গিত মিলল৷ জানা গিয়েছে, ছোটবেলার বন্ধু ঋষভের আমন্ত্রণেই জন্মদিনের পার্টিতে গিয়েছিল আবেশ৷ দশম শ্রেণি পর্যন্ত একসঙ্গেই  পড়াশোনা করেছে তারা৷ আবেশের মায়ের কথা অনুযায়ী, পরে তাদের তেমন যোগাযোগ ছিল না৷ কিন্তু বিগত এক মাস ধরে আবার নতুন করে বন্ধুত্ব গড়ে ওঠে দুই কিশোরের মধ্যে৷ উঠে আসে প্রেরণা নামে একটি মেয়ের কথাও৷

ঋষভের পাড়ার বন্ধু এই মেয়েটির সঙ্গে আলাপ হয় আবেশের৷ পরে আবেশের সঙ্গে প্রেরণার বন্ধুত্ব যে গাঢ় হয়েছিল তা আবেশের মায়ের কথাতে স্পষ্ট৷ বেশ কয়েকবার তাদের একসঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি৷ এমনকী ফোনে প্রেরণার সঙ্গে কথাও হয়েছিল তার৷ এর মধ্যে ঋষভের বাবা, তার কাছে এসে প্রেরণা সম্পর্কে সতর্ক করেন৷ প্রেরণার একাধিক বয়ফ্রেন্ড আছে জানিয়ে, আবেশ যাতে ওই মেয়েটির সঙ্গে মেলামেশা না করে, সে ব্যাপারে রিমঝিমকে সাবধান করেন তিনি৷

আবেশের মা উল্টে প্রশ্ন করেন, প্রেরণা প্রথমত ঋষভেরই বন্ধু৷ তাহলে নিজের ছেলের মেলামেশায় কেন রাশ টানছেন না ঋষভের বাবা! এ প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি৷ এর কয়েকদিনের মধ্যেই খুন হল আবেশ৷ এর মধ্যেই প্রেরণার বান্ধবী আর একটি মেয়ের কথাও উঠে আসছে৷ এদের তিনজনের দলে নতুন করে অন্তর্ভুক্তি হয়েছিল তার৷ রিমঝিম এই মেয়েটির সম্পর্কে জানতে চাইলে, আবেশ জানিয়েছিল, নতুন মেয়েটির সঙ্গে ঋষভ বন্ধুত্ব করতে চাইছে৷ বান্ধবীকে নিয়ে বিবাদের জের এই খুনের নেপথ্য ক্রমশ স্পষ্ট হচ্ছে৷

যদিও যাকে বচসার কারণ বলে মনে করা হচ্ছে, সেই প্রেরণা জানাচ্ছে সে এই ব্যাপারে কিছুই জানত না৷ তবে আবেশের মৃত্যু যে নেহাতই দুর্ঘটনা এমনটা মনে করে না সে৷ পুলিশি তদন্তে সবরকম সাহায্য করবে বলেই আশ্বাস দিয়েছে প্রেরণা৷

নিহত আবেশের মা রিমঝিম দাশগুপ্তর অভিযোগ, প্রকাশ্য দিবালোকে খুন করা হযেছে তাঁর ছেলেকে, কিন্তু এ বিষয়ে কেউ মুখ খুলতে চাইছে না৷ পার্টিতে উপস্থিত সকলকে জেরা করলেই যে সত্যিটা উঠে আসবে সে কথাই বারবার উল্লেখ করেন তিনি৷

ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে আবেশের ময়নাতদন্তের দাবি জানিয়ে বালিগঞ্জ থানায় চিঠিও দিয়েছে আবেশের পরিবার৷ আবেশের মা রিমঝিম দাশগুপ্তর আর্জি, নিজের সন্তানের মুখের দিকে চেয়ে পার্টিতে উপস্থিত অন্য কিশোর-কিশোরীর মা-বাবারা যেন তদন্তে সহযোগিতা করেন৷
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে