আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরের মানিকতলায় বাইকে করে ৩ যুবক যাওয়ার সময় হঠাত্ই তাদের কাছে থাকা বোমা ফেটে যায়। এতে ৩ যুবক আহত। আহত দুজন যুবককে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ও অপর এক যুবককে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশের ধারণ, এই যুবকেরা কোনও অপরাধমূলক কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে বোমা ফেটে গিয়ে বিপত্তি ঘটে।
এই যুবকদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ আছে কিনা সে বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, রাজ্য জুড়ে দুষ্কৃতি দৌড়াত্য নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বার্তা দিয়েছেন। তিনি পুলিস প্রশাসনকে রঙ না দেখে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন।
২৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম