আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে একটি নাইটক্লাবে হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।
বিবিসির খবরে বলা হয়, ঘটনাটি ঘটে ফোর্ট মায়ের্সে অঞ্চলে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ওই সময় উঠতি বয়সের তরুণ-তরুণীদের অনুষ্ঠান চলছিল। তাৎক্ষণিকভাবে হামলাকারী কতজন ছিল তা জানাতে পারেনি পুলিশ।
রাশিয়া টুডে’র খবরে বলা হয়, গুলির ঘটনাটি ঘটে ক্লাব ব্লু নামে একটি নাইটক্লাবে। গুলির পরই সেখান থেকে লোকজনদের বেরিয়ে যেতে দেখা গেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অন্তত ৩০টি গুলির শব্দ শুনতে পেয়েছেন তিনি। একাধিক বন্দুক ব্যবহার করা হয়েছে বলেও ধারণা তার।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম