সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৫:৪১:৫১

'রাশিয়ার আচরণ উস্কানিমূলক'

'রাশিয়ার আচরণ উস্কানিমূলক'

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক এবং বাণিজ্যিক বিমান আগের চেয়ে অধিক হারে বুলগেরিয়ার আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে সোফিয়া। রাশিয়ার এ আচরণকে উস্কানিমূলক বলেও দাবি করেছে বুলগেরিয়া।

বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই নেনচেভ দেশটির নোভা টিভি চ্যানেলকে বলেছেন, গত মাসেই ন্যাটোর আওতাধীন বুলগেরিয়ার আকাশসীমায় চার দফা ঢুকেছে রুশ বিমান। তিনি একে উদ্বেগজনক হিসেবে মন্তব্য করে বলেন, বুলগেরিয়ার জঙ্গিবিমানগুলো রুশ বিমানকে তাড়িয়ে দিয়েছে। এ ছাড়া, বুলগেরিয়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিহত করারও ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।

বুলগেরিয়ার আকাশসীমা লঙ্ঘনের সময় রুশ বিমানগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল বলেও জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী। আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় বুলগেরিয়া রাশিয়ার ব্যাখ্যা দাবি করেছে বলেও জানান নিকোলাই নেনচেভ।
২৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে