সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৬:১৫:২৩

ভারতকে চীনের কঠিন হুঁশিয়ারী

ভারতকে চীনের কঠিন হুঁশিয়ারী

আন্তর্জাতিক ডেস্ক : তিন সাংবাদিককে ফেরত পাঠিয়ে দেয়ার বিষয়ে নয়াদিল্লির প্রতি চরম ফল ভোগার হুঁশিয়ারি দিল বেজিং৷ ফলে নতুন করে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করেছে৷ সোমবার চীনে প্রকাশিত প্রতিটি সংবাদপত্রেই ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা বলা হয়েছে৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ট্যাঙ্ক বাহিনী মোতায়েন করার পর থেকেই ভারতের উপর ক্ষিপ্ত চীন৷

পাল্টা অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি রেঞ্জার্সের সেনার সঙ্গে অংশ নিয়েছে চীনা গণফৌজ৷ একইসঙ্গে কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে বিতর্ক উসকে দিয়েছে বেজিং৷ এরপরই চীনা সংবাদ সংস্থা জিনহুয়ার তিন সংবাদদাতাকে ফেরত পাঠানো হয়৷ নয়াদিল্লির যুক্তি, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও বারবার বিভিন্ন উপায়ে সময় বাড়িয়ে ভারতে থাকছিলেন ওই তিন চীনা সাংবাদিক৷ তাদের বিরুদ্ধে সন্দেহজনক গতিবিধির অভিযোগ এনেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

চীনের পালটা যুক্তি, পরমাণু সরবরাহ গোষ্ঠীতে অন্তর্ভুক্তি না মেলায় সাংবাদিকদের বহিষ্কার করে কূটনৈতিক প্রতিশোধ নিচ্ছে ভারত৷ পাশাপাশি তাদের হুঁশিয়ারি, এর ফল ভোগ করতে হবে৷ চাইলে এই তিন সাংবাদিকের বদলে অন্য কাউকে পাঠাতে পারে৷ বেজিংকে এমনই জানিয়েছে নয়াদিল্লি৷
২৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে