আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এসে আহত কাশ্মীরিদের চিকিৎসা করতে ভিসার আবেদন জানালেন জামাত প্রধান হাফিজ সাইদের চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফের একটি দল৷ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর৷ দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪৪ জনের৷ আহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে৷ আহত কাশ্মীরিদের চিকিৎসা করতে ভারতে ভিসার আবেদন জানাল মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদের মেডিক্যাল টিম৷
কয়েকদিন আগেই সাইদ জোর গলায় দাবি করেছিলেন, মৃত্যুর কয়েকদিন আগে তাকে ফোন করেছিল বুরহান৷ এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, হাফিজের স্বীকারোক্তি থেকেই স্পষ্ট কাশ্মীরে উত্তেজনার পিছনে কলকাঠি নাড়ছে পাকিস্তান৷ গোটা বিশ্ব এটা দেখছে৷
গত সপ্তাহে পাক অধিকৃত কাশ্মীরে ভারত বিরোধী মিছিল ‘কাশ্মীর ক্যারাভান’ বার করেন হাফিজ সাইদ৷ লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত মিছিল করে হাফিজ অনুগামীরা৷ এই মিছিল জম্মু-কাশ্মীরে পৌঁছবে বলেও হুঁশিয়ার করেন তিনি৷ অন্যদিকে, পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতেছে নওয়াজের দল৷ এর পরই সুর চড়িয়ে তিনি বলেন, জম্মু-কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবেই৷ সেই অপেক্ষায় দিন গুনছি৷
প্রসঙ্গত, ভারতের মোস্ট ওয়ান্টেড হাফিজ সাইদের মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করেছে আমেরিকা৷
২৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই