আন্তর্জাতিক ডেস্ক : প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুল ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো আট শিক্ষার্থীর। আহত হয়েছে আরো ৭-৮ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সাত সকালে ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের ভাদোহিতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন সকালে ১৯ শিক্ষার্থীকে নিয়ে মাধো সিংহ রেল স্টেশনের কাছে প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি স্কুল ভ্যান। সেই সময় দ্রুতবেগে ধেয়ে আসছিল মানাদুয়াদি-ইলাহাবাদ প্যাসেঞ্জার ট্রেন। ভ্যানের চালক সেটা খেয়াল করেননি। ট্রেনটি সজোরে ধাক্কা মেরে গাড়িটিকে কয়েকশো মিটার দূরে নিয়ে গিয়ে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট শিক্ষার্থীর।
দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকট একটা আওয়াজ শুনে ছুটে এসে দেখেন স্কুল শিক্ষার্থীসহ একটি ভ্যানকে দুমড়েমুচড়ে দিয়েছে প্যাসেঞ্জার ট্রেন।
২৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই