আন্তর্জাতিক ডেস্ক : একটি মাকড়সা মারতে গিয়েই সর্বনাশ। জ্বালিয়ে দিলেন গোটা পেট্রল পাম্প! মাকড়সাটি মরেছে কিনা জানা নেই, তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে দস্তুর মতো ক্ষতি হয়েছে পেট্রল পাম্পটির। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আজ সোমবার এ খবর জানা গেছে।
কী হয়েছিল?
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ঘটেছে এ ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি তুচ্ছ ঘটনা থেকে যে এত বড় ক্ষয়ক্ষতি হতে পারে, তারই প্রমাণ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গাড়িতে তেল ভরার সময়ই ব্যক্তিটি দেখতে পান, গাড়ির দরজায় একটি বড়সড় মাকড়সা।
ব্যক্তির মাথাতেই ছিল না, তিনি পেট্রল পাম্পে আছেন। অবলীলায় পকেট থেকে লাইটার বের করে মাকড়সাটিকে মারতে ব্যস্ত হয়ে পড়লেন। উদ্দেশ্য, পুড়িয়েই ফেলবেন মাকড়সাটিকে।
যেই লাইটারে আগুন জ্বেলেছেন, ব্যস, কয়েক সেকেন্ডে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। পেট্রল পাম্প, অতএব আগুন ছড়াতে সময় লাগল কয়েক সেকেন্ড। আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, বড়সড় ধ্বংসলীলা থেকে রক্ষা পায় আশপাশের এলাকা।
পেট্রল পাম্পে গেলে লাইটার জ্বালানো তো দূর থাক মোবাইল ফোনটিকেও কানে রাখলে হতে পারে একই রকম বিপদ।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম