আন্তর্জাতিক ডেস্ক : পাশবিক নির্যাতনের পর এসিড খাইয়ে এক কিশোরীকে হত্যা করেছে নরপশুরা।
এ ঘটনায় দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
১৪ বছর বয়সী দলিত সম্প্রদায়ের কিশোরীকে জোর করে এসিড খাইয়ে হত্যা করা হয় বলে জানায় এনডিটিভি।
সোমবার দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, এসিড জাতীয় পদার্থে তার শরীরের ভেতরের সব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক।
এ ঘটনায় দিল্লির মহিলা কমিশন (ডিসিডব্লিউ) তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। একইসঙ্গে নারীদের নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।
কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এক টুইটার বার্তায় বলেন, 'আর কত নির্ভয়া চায় দিল্লি? আমরা সবাই আরেকজন নির্ভয়ার মৃত্যুর জন্য অপেক্ষা করছি।'
এ ঘটনা তিনি খুব অসহায়বোধ করছেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০১২ সালে রাজধানীতে দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর বাস থেকে ফেলে হত্যা করা হয়। এরপর থেকে দেশটিতে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে।
দিল্লির ওই ঘটনার পর জনতার রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুললে ভারত সরকার পাশবিক হয়রানির বিরুদ্ধে আইন করতে বাধ্য হয়। এরপর থেকে এ ধরনের ঘটনার শিকার দেশটির সব নারীকে 'নির্ভয়া' বলা হয়ে থাকে।
স্বাতী মালিওয়াল বলেন, 'কিশোরীকে জোর করে এসিড জাতীয় পদার্থ খাওয়ানো হয়। এতে তার ভেতরের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। সে খুবই যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেছে।'
এ ঘটনায় জড়িতদের ধরতে দিল্লি পুলিশ কমিশনার (উত্তর) বরাবর মহিলা কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে।
একইসঙ্গে স্বাতী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে নারীদের নিরাপত্তায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
তিনি দরিদ্র দলিত কিশোরীর মা-বাবার প্রতি গভীর সমবেদনা জানান। জনগণকে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম