আন্তর্জাতিক ডেস্ক : এক অবাক করা কাণ্ড, যা কখনো ঘটেনি তাই দেখালেন তিনি। সারাবিশ্বে বোধহয় নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেললেন এম এল পাসোয়ান। ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীকে বাঁচাতে প্রায় তিন কিলোমিটার ট্রেন পেছন দিকে চালিয়ে আহত যাত্রীর কাছে ফিরলেন তিনি।
এই সময়ের এক প্রতিবেদনে আজ এ খবর জানা গেছে।
রেলওয়ে সূত্রের খবর, গোয়ালিয়র থেকে বছর বাইশের সুভাষ তার বন্ধু জিতেন্দ্রর সঙ্গে ট্রেনে উঠেছিলেন। ট্রেনে ভীষণ ভিড় ছিল। সে কারণে গেটে প্রায় ঝুলে ঝুলেই যাচ্ছিলেন সুভাষ। যেতে যেতেই হঠাত্ তার হাতে প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে পিছলে ট্রেন থেকে পড়ে যান তিনি।
যাত্রীরা চিত্কার করে ট্রেনের চালক এবং গার্ডের দৃষ্টি আকর্ষণ করছিলেন। কিন্তু ট্রেনের হুইসেলে তাদের চিত্কার হারিয়ে যায়। অবশ্য কেন তারা চেইন টানেননি তা জানা যায়নি।
খবরটি ২-৩টি কামরা ছড়িয়ে যায়। অবশেষে খবরটি চালকের কানে পৌঁছায়। নজিরবিহীনভাবে ট্রেনটি পেছন দিকে প্রায় ৩ কিলোমিটার চালিয়ে নিয়ে যান পাসোয়ান। রেল লাইনের পাশে পড়ে থাকা সুভাষকে তুলে ট্রেনের মধ্যেই তার প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করা হয়।
তবে কোমরে ভালো রকম চোট লাগায় ঠিক করে হাঁটতে পারছিলেন না সুভাষ। তবে খানিকটা সুস্থ হয়ে ওঠায় বন্ধু জিতেন্দ্রর সাহায্যে জোরা স্টেশনে নেমে হাসপাতালে যান তিনি।
২৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম