আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রায় দুই কোটি মুসলমানের বাস৷ সম্প্রতি মস্কোয় ইউরোপের অন্যতম বড় একটি মসজিদের উদ্বোধন হয়েছে৷
একসঙ্গে ১০ হাজার:
রাশিয়ার মস্কোতে প্রায় ১৭০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে৷ সেখানে একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন৷ মসজিদটি ইউরোপের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি৷
আগের মসজিদের স্থানে:
বিংশ শতাব্দীর শুরুতে তাতার সম্প্রদায় একটি মসজিদ নির্মাণ করেছিল৷ সেখানেই নতুন মসজিদটি তৈরি করা হয়েছে৷ সময় লেগেছে প্রায় এক দশক৷
ব্যাক্তিগত উদ্যোগ:
রাশিয়ার ক্রেমলিন সমর্থিত ‘কাউন্সিল অফ মুফতিস’ জানিয়েছে ব্যাক্তি পর্যায়ে অর্থ সংগ্রহের অর্থে মসজিদটি নির্মাণ করা হয়েছে৷ কাজাখস্থান ও তুরস্ক থেকেও অর্থ সাহায্য এসেছে৷
দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়:
রাশিয়ায় প্রায় দুই কোটি মুসলমানের বাস যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ৷ ফলে অর্থোডক্স খ্রিষ্টান সম্প্রদায়ের পর ইসলামই হচ্ছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়৷
অন্যরকম নাম:
মসজিদটির নাম রাখা হয়েছে ‘মস্কো ক্যাথিড্রাল মস্ক’৷ মসজিদের নকশাতেও খ্রিষ্টীয় সনাতনপন্থি গির্জার নকশার কিছুটা ছোঁয়া আছে৷
উদ্বোধন করেন পুটিন:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন মসজিদটি উদ্বোধন করেন৷ সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷-ডয়েচ ভেল
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ