আন্তর্জাতিক ডেস্ক : ৩ সাংবাদিকের ভিসার মেয়াদ না বাড়ানোর ফল ভুগতে হবে দিল্লিকে। এনএসজি-তে সদস্যপদ না পাওয়ার বিরোধিতা যদি ভারত ওইভাবে করে তাহলে ফল ভুগতে হবে। এবার দিল্লিকে সরাসরি হুমকি দিল বেজিং।
গ্লোবাল টাইমস-এর একটি প্রদিবেদনে ওই হুমকি দিয়েছে বেজিং। সেখানে জানানো হয়েছে, এনএসজি-তে ভারতের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে এবার এভাবেই তার বদলা নিচ্ছে বেজিং। তবে, ভারত যদি এরকম ব্যবহার করে, তাহলে এর ফল ভুগতে হবে।
সম্প্রতি, চীনের সংবাদপত্র জিনহুয়ার ৩ সাংবাদিকের ভিসা বাড়াতে অস্বীকার করে দিল্লি। চীনের দাবি, কেন ওই ৩ সাংবাদিকের ভিসা বাড়াতে অস্বীকার করা হলো, সে বিষয়ে কোনও কারণ দেখায়নি দিল্লি।
যদিও, ভারতীয় সূত্রের খবর, চীনের ওই ৩ সাংবাদিক গুপ্তচরবৃত্তি করছিলেন। দিল্লি ও মুম্বাই-এর বেশ কয়েকটি দফতরে তারা গোপণে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ। আর তারপরই ওই ৩ চীনা সাংবাদিকের ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকার করে দিল্লি।
যদিও, চীনের দাবি, ষড়যন্ত্র করেই ওই ৩ সাংবাদিকের ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে দিল্লি। কিন্তু, বেজিং কখনওই ভারতীয় সাংবাদিকদের ক্ষেত্রে ওই ধরণের ব্যবহার করে না বলেও জোরদার দাবি করা হয়েছে।
২৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস