আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানীর কাছে ছুরিকাঘাতে অন্তত ১৯ জনের নিহত হয়েছেন। একই ঘটনায় আরো ৪৫ জন উপর আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি মেডিকেল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশটির রাজধানী টোকিওর কাছে সাগামিহারায় একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে এক যুবক ওই ছরিকাঘাতের ঘটনা ঘটায়।
জাপানের সংবাদ সংস্থা কিয়োডো জানায়, পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে টোকিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৬ বছর বয়সী এক সাবেক কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছে। এবং হামলাটি জাপানের যুদ্ধোত্তর ইতিহাসে সবচেয়ে খারাপ ও বড় অপরাধ বলা হয়েছে।
পুলিশ এই আক্রমণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে গ্রেফতারের পর পুলিশের কাছে হামলাকারী জানিয়েছে, ‘আমি দুনিয়ার প্রতিবন্ধীদের কাছ থেকে মুক্তি পেতে চাই।’
২৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস