আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার উত্তরসূরী হিসেবে হিলারি ক্লিনটনকে অনেক আগেই অনুমোদন করেছেন। দেশটির জনমত জরিপেও এগিয়ে রয়েছেন ডেমোক্রেট দলের এই প্রার্থী। কিন্তু ওবামার সৎভাই মালিক ওবামা পক্ষ নিয়েছেন ইসলামবিদ্বেষী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ট্রাম্পকেই তিনি ভোট দেবেন।
কেনিয়ার গ্রাম কোগেলো থেকে নিউ ইয়র্ক টাইমসকে মালিক বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করি, কারণ তিনি অন্তর থেকে কথা বলেন। আমেরিকাকে আবার মহান করব- এটা একটা দারুণ স্লোগান।’
তিনি তার ভাইয়ের প্রশাসনের ব্যাপারে হতাশ বলেও জানান। তিনি দীর্ঘ দিন ধরে ডেমোক্র্যাট হলেও এবার তিনি হিলারিকে ভোট দেবেন না।
তিনি লিবিয়ান নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার জন্য হিলারি ও ওবামাকে দায়ী করেন। তিনি জানান, তিনি গাদ্দাফির অন্যতম সেরা বন্ধু ছিলেন। তিনি গাদ্দাফিকে একটি বই উৎসর্গ করেছিলেন বলেও জানান।
২৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম