আন্তর্জাতিক ডেস্ক : এবার ফ্রান্সের একটি গির্জায় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
নর্দান ফ্রান্সের রিউনের কাছে একটি গির্জায় বেশ কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই জঙ্গি।
উত্তরাঞ্চলের রিউনের কাছাকাছি গির্জায় অস্ত্রের মুখে জিম্মি ব্যক্তিদের একজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। পরে পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হন।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, গির্জার ভেতর ৬ থেকে ৮ জন মানুষ জিম্মি থাকতে পারেন। এদের মধ্যে একজন পাদ্রী এবং তার দুই বোনও রয়েছেন।
এদিকে জিম্মির করার পরপরই পুলিশ ও ইমার্জেন্সি ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের দূরে সরিয়ে দেয়ার পাশাপাশি পুরো এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।
পুলিশের বিবৃতির উদ্ধৃতি দিয়ে ফ্রেন্স টিভি জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভ গীর্জার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম