আন্তর্জাতিক ডেস্ক : এবার জার্মানির রাজধানী বার্লিনে একটি হাসপাতালে বন্দুক হামলা হয়েছে। এতে এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন।
১৮ জুলাই থেকে এখন পর্যন্ত জার্মানিতে মোট চারটি হামলা হয়েছে। এতে নিহত হয়েছে অনন্ত ১০ জন। দি মিররের এক প্রতিবেদনে আজ ২৬ জুলাই মঙ্গলবার এক খবর জানা যায়।
জার্মান পুলিশ জানিয়েছে, হাসপাতালের এক রোগী একজন চিকিৎসকের ওপর গুলি চালায়। এতে গুরুতর আহত হন ওই চিকিৎসক। এ ঘটনায় সন্ত্রাসী হামলার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জার্মানির গণমাধ্যমগুলো জানিয়েছে, স্টেগলিৎজ শহরে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইউনিভার্সিটি হাসপাতালে দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ হামলা হয়।
জার্মানির সংবাদপত্র বিল্ড তাদের টুইটার পেজে জানিয়েছে, বন্দুকধারী চিকিৎসকের ওপর গুলি চালানোর পর আত্মহত্যা করেন।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এ হামলার বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি।
উল্লেখ্য, আজ জাপানের সাগামিহারা শহরে প্রতিবন্ধীদের একটি আবাসিক সেবাকেন্দ্রে এক হামলাকারী ছুরিকাঘাত করে অন্তত ১৯ জনকে হত্যা করেছে। অপরদিকে, ফ্রান্সের একটি গির্জায় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলিতে তিন জন নিহত হয়েছে।
২৬ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই