আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি গাড়িতে বন্দুকধারীদের গুলিতে অন্তত দুই সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার করাচির সাদ্দার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, নিউ এমএ জিন্নাহ রোডে পার্কিং প্লাজার কাছে মঙ্গলবার অজ্ঞাত বন্দুকধারীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি করে। মোটরসাইকেল থেকে গুলি করার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এতে বলা হয়, সে সময় দুই সেনা সদস্য গুলিবিদ্ধ হন। সেনাসদস্যদের দ্রুত জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান সিমিন জামালি বলেন, সেনাসদস্যদের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আরেকজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
নিহত সেনাসদস্যরা হলেন ল্যান্স নায়েক রাজ্জাক এবং হাবিলদার খাদিম হোসেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এ হামলায় ৯ এমএম পিস্তল ব্যবহার করা হয়েছে। পূর্ববর্তী হামলাগুলোতে এ অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও এমএ জিন্নাহ রোডে তিব্বত সেন্টারের কাছে দুর্বৃত্তদের গুলিতে দুই সামরিক পুলিশ কর্মকর্তা নিহত হন। সূত্র : ডন
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম