আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেল বিমানের ৩০৯ যাত্রী। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ৩০৯ জন যাত্রী নিয়ে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ফেলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিমানটি দুবাই থেকে মালদ্বীপ যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে বিমানটির ককপিট এবং কেবিনে ধোঁয়া ছড়ালে জরুরি অবতরণ করা হয়।
এ খবর দিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর বিমান থেকে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। আকাশে থাকা অবস্থায় বিমানটির পাইলট এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগে জরুরি বার্তা পাঠান।
এ নির্দেশনা পেয়ে কোস্টগার্ড সদস্যেরা জাহাজ নিয়ে সাগরে প্রস্তুত ছিল। যদি কোনো কারণে বিমানটি সাগর পার হয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে না পেরে সে জন্য সতর্কাবস্থায় ছিল কোস্টগার্ড।
বিমানটি অবতরণের আগেই অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা প্রস্তুত ছিল। যাত্রীদের প্রধান কেবিন থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থায় নিরাপদে সরিয়ে নেয়া হয়।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম