বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৪:১৩

হিজাব পরায় আক্রমণের শিকার মুসলিম তরুণী

হিজাব পরায় আক্রমণের শিকার মুসলিম তরুণী

বিনোদন ডেস্ক: বলিউড পাড়া বরাবরই খানদের দখলে। কোনো খান সিনেমায় থাকা মানেই সেই সিনেমাটি হিট। আর খানদের সাথে যদি কোন তারকা তাল মিলিয়ে দাপটের সঙ্গে নিজের স্বতন্ত্র ব্রান্ড তৈরি করে নিতে পারেন তবে তিনি অবশ্যই অক্ষয় কুমার। আজ বলিউড খিলাড়ির ৪৮ তম জন্মদিন পূর্ণ হলো। তার জন্মদিনে এমটিনিউজ২৪-এর পক্ষ থেকে শুভ কামনা রইল।

লন্ডনে শুধুমাত্র হিজাব বা নিকাব পরিধানের জন্য ৬০ শতাংশ নারী পথে আক্রমণ ও নির্যাতনের শিকার হচ্ছে। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত হিজাব পড়া নারীদের আক্রমণের পরিসংখ্যান প্রায় দ্বিগুন।

সোমবার ওই তরুণীর উপর হামলার ভিডিও ফুটেজ সিসিটিভি থেকে সংগ্রহ করে বিবিসিতে সম্প্রচার করা হয়। লন্ডন জুড়ে হইচই শুরু হয়। বিবিসির সংবাদ প্রচারে নির্যাতনকারীকে  গ্রেফতার করে পুলিশ। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখানো হয় বিনা অপরাধে শুধুমাত্র হিজাবের জন্য নির্মম অত্যাচার করা হচ্ছে মুসলিম ওই তরুণীকে। তাসনিমের দাঁত ও ঠোঁট আঘাতে ফেটে যায়।

এছাড়া বিবিসির খবরের ফুটেজে দেখা যায়, মিনা বেগম ও তার বান্ধবী হিজাব পড়ে ওয়েস্ট লন্ডনে বেড়াতে যাওয়ার সময় রাস্তায় এক তরুণের নির্যাতনের শিকার হন। ২২ বছরের এক তরুণ তাদের সিগারেট ছুড়ে মারেন। কিছুক্ষণ পরে মারধর করতে থাকে। বান্ধবীকে কিল ঘুষি ও লাথি মেরে আহত করা হয় নিকাব পড়ার জন্য।
সূত্র: ডেইলি মেইল ও বিবিসি
৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে