আন্তর্জাতিক ডেস্ক : একদিকে আইএস অন্যদিকে, বিদ্রোহী সেনা, জঙ্গিপনা এবং বিদ্রোহের দাপটে প্রাণ ওষ্ঠাগত সারা বিশ্বের। আর তার মধ্যেই ইন্টারনেটে এমন একটি ভিডিও ভাইরাল হলো, যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।
ঘটনাস্থল সিরিয়া। সেখানকারই একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট ছেলেকে নিয়ে বসে রয়েছে বেশ কিছু যুবক। তাদের একজনের হাতে রয়েছে একটি ছুরি। দেখানো হচ্ছে, ছোট্ট ছেলেটিকে খুন করার আগে সেলফি তুলতে ব্যস্ত তারা। শুধু তাই নয়, ভয়ে আতঙ্কে যখন শিউরে উঠছে ছোট্ট ছেলেটি, তখন বিদ্রোহীদের মুখে লেগে রয়েছে নিষ্ঠুর হাসি। যেন ওই ছোট্ট ছেলেটিকে খুন করে, কত যেন স্বস্তি পাবে তারা।
নুর-আল-দিন-জিনাকি-র বেশ কিছু বিদ্রোহীই ওই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয় বলে খবর। এবং, ওই সংগঠনের সদস্যরাই ভয়ে কুকড়ে যাওয়া ছোট্ট ছেলেটিকে দেখে আনন্দ প্রকাশ করেছে। ইন্টারনেটে আপলোড হওয়ার পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
২৬ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই