মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ১১:২২:০৯

মোগাদিশুর বিমানবন্দরে বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩

মোগাদিশুর বিমানবন্দরে বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বিমানবন্দরের কাছে আজ এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। সোমালিয়ার পুলিশ এ খবর নিশ্চিত করেছে। ওই এলাকায় আফ্রিকান ইউনিয়নের শান্তি মিশনের ঘাঁটি রয়েছে।

সোমালি পুলিশের তথ্য অনুসারে, আজকের (মঙ্গলবার) হামলায় নিহতদের মধ্যে অন্তত সাতজন নিরাপত্তারক্ষী রয়েছে। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে নয়জন জাতিসংঘের এবং তিনজন আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী।

পুলিশ বলছে, সকালের দিকে এক ব্যক্তি গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী মিশনের ঘাঁটির প্রবেশ পথে হামলা চালায়। এরপর দ্বিতীয় হামলাকারী মূল ঘাঁটিতে হামলার চেষ্টা করে। কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়।

আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাব হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, আজকের হামলায় ১২ জন নিহত হয়েছে। পুলিশের দাবি, আগেভাগেই গুলি করে হত্যা করা না হলে সন্ত্রাসীরা আরো বড় ক্ষতি করতে পারত।
২৬ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে