আন্তর্জাতিক ডেস্ক : খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন যখন, তখন তার বয়স ছিল ২৭। এখন বয়স ৪৪। প্রায় ১৬ বছর না খেয়ে কাটিয়ে অনশন প্রত্যাহার করে নিতে চলেছেন তিনি। প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১৬ বছরের অনশন ভঙ্গ করতে চলেছেন ভারতের মণিপুরের ‘আয়রন লেডি’ ইরোম শর্মিলা চানু৷
মণিপুরে আফস্পার শাসনের বিরোধিতা করে ২০০০ সকলের সেপ্টেম্বর মাস থেকে একটানা অনশন জারি রেখেছিলেন তিনি৷ কিন্তু এবার সেই পন্থা থেকেই সরে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতেই লড়াইয়ের পথ বেছে নিলেন ইরোম শর্মিলা৷ নির্বাচনে লড়াইয়ের পাশাপাশি তিনি বিয়ের বন্ধনেও আবদ্ধ হতে চান৷ এমনটাই তিনি জানিয়েছেন আদালতে৷
১৬ বছর ধরে অনশন চালিয়ে গিয়েছেন তিনি কিন্তু ভারত সরকার দেশ থেকে মিলিটারি শাসন প্রত্যাহার করে নেয়নি৷ শুধু তাই নয়, তার সঙ্গে কোনও রকম আলোচনা পর্যন্ত করা হয়নি সরকারের পক্ষ থেকে৷ আর তাই এবার গণতান্ত্রিক উপায়েই মণিপুরের সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন তিনি৷ নির্বাচনে লড়ার কথা তিনি জানান৷ আগামী ৯ আগস্ট ১৬ বছরের দীর্ঘ অনশন ভঙ্গ করবেন শর্মিলা৷
মণিপুরের এই আন্দোলনকারী নিজেই একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন এ কথা। শর্মিলা জানিয়েছেন, মণিপুরের আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থীও হচ্ছেন।
শর্মিলা অনশন তুলে নিতে চান শুনে মণিপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শর্মিলার সমর্থক ও অনুগামীরা বলছেন, শর্মিলা অনশন চালিয়ে নিয়ে যাবেন, নাকি প্রত্যাহার করবেন, তা অবশ্যই তিনি নিজেই স্থির করবেন। কিন্তু আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়া জরুরি।
তাই শর্মিলার অনুগামীরা জানতে ইচ্ছুক, অনশন প্রত্যাহারের পর কোন পথে তিনি আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চান। বাবলু লোইতংবাম নামে এক আন্দোলনকারী বললেন, ‘আমরা শর্মিলার সঙ্গে কথা বলতে চাইছি। বোজার চেষ্টা করছি, ঠিক কোন পথে তিনি আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চান।’
শর্মিলা অবশ্য সর্বভারতীয় নিউজ চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারেই পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিয়ে রেখেছেন। তিনি জানিয়েছেন, মণিপুরের পরবর্তী বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে চান। নির্দল প্রার্থী হিসেবে লড়তে চান বলেও তিনি জানিয়েছেন। ২০১৪ সালেই শর্মিলার সামনে রাজনীতিতে নামার প্রস্তাব এসেছিল। আম আদমি পার্টি তাকে টিকিট দিতে চেয়েছিল। তবে শর্মিলা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত রাজনীতিতে নামলেও, তিনি যে এ বারও কোনও রাজনৈতিক দলের হয়ে ময়দানে নামতে চাইছেন না, শর্মিলা তাও বুঝিয়ে দিয়েছেন।
অনশন তুলে নিলেও ১৫ দিন অন্তর কিন্তু আদালতে হাজিরা দেওয়া শর্মিলাকে আপাতত চালিয়ে যেতে হবে। আদালতকে শর্মিলা ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি এ বার বিয়ে করতে চান।
২৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস