আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া গৃহবধূকে ফিরিয়ে আনলো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার পুলিশ। তবে তাকে ঘরে তুলতে নারাজ স্বামী। এনিয়ে আলিপুরদুয়ার থানায় ঝগড়াও হয় স্বামী স্ত্রীর। পুলিশ জানিয়েছে, কাশ্মীর থেকে আজই আলিপুরদুয়ারে ফিরিয়ে আনা হয় গৃহবধূকে। তবে তার প্রেমিকের খোঁজ মেলেনি।
আগামীকাল ওই গৃহবধূকে আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। গত ৪ জুলাই বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেননি ৩৪ বছরের মহিলা।
পুলিশ জানিয়েছে, মেয়ে ও স্বামীকে ফেলে ফেসবুকে পরিচিত এক তরুণের হাত ধরেই ঘর ছাড়েন তিনি। সূত্রের খবর, জম্মুর কাছে আখনুর নামক স্থানে সন্ধান মেলে তাদের। চার তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা। নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাসও শুরু করেন। মোবাইল ফোনের সূত্র ধরে তাদের অবস্থান জানতে পারে পুলিশ। উদ্ধার করা হয় ওই বধূকে।
২৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস