বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ০৩:২৮:০৭

‘উত্তরের সীমান্তে সাপ ছাড়ছে দক্ষিণ কোরিয়া’

‘উত্তরের সীমান্তে সাপ ছাড়ছে দক্ষিণ কোরিয়া’

আন্তর্জাতিক ডেস্ক : আতঙ্ক ছড়াতে চীন সীমান্তসংলগ্ন এলাকায় সাপ ছাড়ছে দক্ষিণ কোরিয়া। এমন অভিযোগ করেছে উত্তর কোরিয়া। সীমান্তরক্ষীদের দ্রুত এসব সাপ ধরার জন্য নির্দেশ দিয়েছে পিয়ংইয়ং।

পিয়ংইয়ংয়ের দাবি, সিউলের গোয়েন্দা বাহিনী চীনের সঙ্গে সীমান্তসংলগ্ন রায়াংয়াং প্রদেশে ব্যাপকসংখ্যক সাপ ছেড়ে দিচ্ছে।

ওই প্রদেশের একটি সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে ইয়ালু নদী তীরে যাওয়ার আগে এই সাপগুলোকে ধরার জন্য সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দিয়েছে পিয়ংইয়ং।

ওই সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনীর ঐক্যকে চ্যালেঞ্জ জানাতে সুচতুর পরিকল্পনার অংশ হিসেবে এই সাপগুলো সীমান্তে ছেড়ে দিয়েছে।

সীমান্তরক্ষীদের এই নির্দেশনা দেওয়ার পাশাপাশি উত্তর কোরিয়ার জননিরাপত্তা মন্ত্রণালয় ও বেশ কয়েকটি সরকারি সংস্থা স্থানীয় বাসিন্দাদের সাপের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অনেক এলাকায় সাপের দংশনে লোকজন মারা গেছে বলেও গুজব ছড়িয়ে পড়েছে।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে