বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ০৫:০০:৪৩

মনোনয়ন পাওয়ার পর হিলারির সমর্থনে যা বললেন বিল ক্লিনটন

মনোনয়ন পাওয়ার পর হিলারির সমর্থনে যা বললেন বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : নিজের স্ত্রী এবং সেরা বন্ধু হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য আহ্বান জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পাওয়া মিসেস ক্লিনটনের কেন দেশের নেতৃত্বে থাকা দরকার সে বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তোর স্বামী।

ফিলাডেলফিয়াতে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে তিনি হিলারি ক্লিনটনকে “আমার দেখা সেরা আমূল পরিবর্তন নির্মাণকারী” বলে বর্ণনা করেছেন।

বেশ আবেগপূর্ণ বক্তৃতায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিলারির সাথে তার পরিচয় এবং সরকারি কাজের প্রতি তার দায়িত্বশীলতার কথা তুলে ধরে বলেন, আমি আশা করি আপনারা তাকে নির্বাচিত করবেন”।

এর কয়েক ঘণ্টা আগেই তার স্ত্রী যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারী হয়ে বড় কোন দলের প্রেসিডেন্ট প্রাথী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পান।

কনভেনশনের রাতটির সমাপ্তি হয় হিলারি ক্লিনটনের ভিডিও বার্তার মধ্য দিয়ে। সেখানে তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, আমরা কাঁচের ছাদে সবচেয়ে বড় ফাটল তৈরি করতে পেরেছি”।

তিনি আরো বলেন, যদি কোনো ছোট মেয়ে এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে তার উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি হয়তো আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হবো কিন্তু তোমাদের মধ্যেই কেউ একজনই হবে আগামী দিনের প্রেসিডেন্ট”।-বিবিসি
২৭ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে