বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১২:১৮:২৬

সৌদি আরবে গোপনে হায়েনার মাংস রান্না, বন্ধ হলো রেস্তোরাঁ

সৌদি আরবে গোপনে হায়েনার মাংস রান্না, বন্ধ হলো রেস্তোরাঁ

আন্তর্জাতিক ডেস্ক: গোপনে হায়েনার মাংস রান্না করার দায়ে সৌদি আরবের আসির অঞ্চলের একটি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ৷ ‘আরব নিউজ' জানায়, সুরাট ওবায়দা মিউনিসিপালিটি সেই রেস্তোরাঁটিকে ১০,০০০ সৌদি রিয়াল জরিমানাও করেছে৷

আরব নিউজ জানিয়েছে, সরকারি পরিদর্শকেরা এক ঝটিকা পরিদর্শনের সময় দেখতে পান যে রেস্তোরাঁটি বন্ধ, অথচ ভেতরে ঠিকই রান্না চলছে এবং একজন কর্মী তা পাহারা দিচ্ছে৷ সন্দেহ হওয়ায় তাঁরা ভেতরে যান এবং সেই রান্না হতে থাকা মাংস জব্দ করেন৷ পরে দেখা যায় সেটা হায়েনার মাংস৷

সৌদি আরবে হায়েনার মাংসের জনপ্রিয়তা আছে এবং তার দাম কেজিপ্রতি ২০০ রিয়াল পর্যন্ত হতে পারে বলে জানান পশু চিকিৎসক খালিদ আল কাহতানি৷ তবে এর কোনো স্বাস্থ্যগত উপকারিতা অথবা ক্ষতিকর দিক আছে বলে প্রমাণিত হয়নি বলেও জানান তিনি৷

কয়েক বছর আগে যুক্তরাজ্যের আইবিটাইমস-এর এক প্রতিবেদনে বলা হয় সৌদি আরবদের হায়েনার মাংসের প্রতি রুচি প্রাণীটির অস্তিত্ব বিপন্ন করে তুলছে৷-ডয়েচ ভেল

২৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে