মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৮:১০

ফের সাময়িক বন্ধ ফেসবুক

ফের সাময়িক বন্ধ ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : ফের সোমবার দিবাগত রাত সোয়া ১টা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত বন্ধ ছিল ফেসবুক। এসময় বিশ্বের নানা প্রান্ত থেকে কেউ ফেসবুকে ঢুকতে পারছিলেন না। এ নিয়ে এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমটির পরিষেবা সাময়িক বন্ধের ঘটনা ঘটলো। অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবাটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, ব্রিটেনের স্থানীয় সময় রাত ৮টার পর থেকে কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। কেউ ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে তাকে একটা বার্তা দেখানো হয়। এতে লেখা থাকে ‘সরি সামথিং ওয়েন্ট রং’। অর্থাৎ, দুঃখিত কিছু ভুল হয়েছে।

বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৫ বিলিয়ন মানুষ। ঠিক কি কারণে সাময়িক বন্ধ ছিল পরিষেবাটি তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা কারিগরি সমস্যার কারণে হয়ত সাময়িক বন্ধ রাখতে পারে।

২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে