বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০১:০৯:১৭

তুরস্ক সীমান্তের কাছে আইএসের বোমা হামলায় নিহত ৪৪

তুরস্ক সীমান্তের কাছে আইএসের বোমা হামলায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক : এবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হাসাকেহ প্রদেশে কুর্দি মিলিশিয়া নিয়ন্ত্রিত কামিশলি শহরে ইসলামিক স্টেটের বড় ধরনের বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছে। দেশটির টিভি প্রতিবেদনে এখবর জানানো হয়েছে। কুর্দি নিরাপত্তা সদরদপ্তরের কাছে ট্রাকবোমা হামলা হয়।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ একথা জানিয়েছে। আইএস তুরস্ক সীমান্তের কাছে হাসাকেহ প্রদেশে এই হামলার দায় স্বীকার করেছে।আইএস এর আগে ওই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছিল।

হামলার পর ঘটনাস্থলের চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আইএস তাদের সমর্থক আমাক বার্তা সংস্থায় বলেছে, এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি স্থানীয় কুর্দি পুলিশ সেন্টার এবং কাছের একটি সরকারি ভবনে ট্রাক বোমা হামলা চালিয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি মিলিশিয়ারা সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল বলে জানা যায়।

২৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে