বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৪:১০:৪৬

ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় মুখ অনুরাগ ঠাকুরের নতুন ইনিংস শুরু

ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় মুখ অনুরাগ ঠাকুরের নতুন ইনিংস শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতি ও ক্রিকেটের দুনিয়ার জনপ্রিয় মুখ অনুরাগ ঠাকুর৷ বিজেপি সাংসদ তথা ভারতীয় ক্রিকেটে বোর্ড (বিসিসিআই) সভাপতি হিসেবেই তিনি পরিচিত৷ এবার সেনা কর্মকর্তা হিসেবে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন তিনি৷

প্রথম বিজেপি সাংসদ হিসেবে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হচ্ছেন অনুরাগ ঠাকুর৷ আগামী শুক্রবার সরকারিভাবে টেরিটোরিয়াল আর্মির কর্মকর্তা হিসেবে যোগ দেবেন তিনি৷ হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে রীতিমতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সেনায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি৷

মধ্যপ্রদেশের ভোপালে হওয়া প্রশিক্ষণ ও চণ্ডীগড়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ বছরের অনুরাগ৷ আর পাঁচজন সেনা কর্মকর্তার মতো তাকেও নিয়মিত কিছু ট্রেনিং করতে হবে৷ বছরে এক মাস টেরিটোরিয়াল সেনা জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ জরুরিকালীন অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হয় এই বিভাগের জওয়ানদেরও৷

সেনাবাহিনীর সঙ্গে তার নাম যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত অনুরাগ৷ তার ঠাকুরদার মতো ছোটবেলায় তিনিও সেনা জওয়ান হওয়ার স্বপ্ন দেখতেন৷ তবে পরবর্তীকালে তা হয়ে ওঠেনি৷ অনুরাগ বলছেন, “নিজেকে মিলিটারি পোশাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার৷ সেই স্বপ্ন সার্থক হয়েছে৷ এবার দেশকে সেবা করতে পারব৷ প্রশিক্ষণের অপেক্ষায় রয়েছি৷” নতুন ইনিংসে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন এই হিমাচল প্রদেশের বাসিন্দা৷

২৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে